ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ২৩:২২
শেয়ার :
ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব হোসেন (৩৬) ও মা জোৎস্না খাতুনের (৫২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার সময় চাঁদগ্রাম ইউনিয়নের লালমোড় ব্র্যাক অফিসে সন্নিকটে এই ঘটনা ঘটে।

জানা যায়, মো. হাবিল সরদারের ছেলে পাওয়ার টেলার নিয়ে বিপ্লব মাঠের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে তার নিজস্ব মুরগি ফার্মের বৈদ্যুতিক তার ছিঁড়ে পাওয়ার টেলার বিদ্যুতায়িত হয়। তার চিৎকার শুনে মা জোৎস্না ছুটে আসেন। পরে সন্তানকে বাঁচাতে এগিয়ে এলে মা ও ছেলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

উদ্ধারের জন্য স্থানীয় লোকজন ফায়ারসার্ভিসকে খবর দেয়। ফায়ারসার্ভিস কর্মীরা আসার আগেই মা ও ছেলে মারা যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।