কারাগারে ভাইকে গাঁজা সরবরাহ করতে গিয়ে যুবক আটক
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে নয়ন চন্দ্র মন্ডল নামের এক যুবক কারারক্ষীদের হাতে আটক হয়েছে। আটক নয়ন দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকার রতন মন্ডলের ছেলে।
আজ শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
কারা সূত্রে জানা গেছে, সিনহাত মন্ডল নামে নয়ন মন্ডলের খালাতো ভাই বেশ কিছুদিন ধরে কারাগারে বন্দী রয়েছে। আজ সকালে নয়ন কারা নিয়ম অনুযায়ী টিকেট কেটে ভাইকে দেখতে কারাগারের ভেতরে প্রবেশ করে। এ সময় সে কারাগারের ভেতরে সিনহাতকে দেয়ার জন্য দুটি গাঁজার পোটলা বিশেষভাবে শরীরের মধ্যে লুকিয়ে রেখে আর.পি চেকপোস্ট গেট পার হওয়ার সময় কারারক্ষী রুবেল মিয়ার জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তল্লাশি করে গাঁজার পোটলা উদ্ধার করা হয়। আটক নয়নকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন জানান, গাঁজাসহ যুবক আটকের ঘটনায় খবর পেয়ে কারাগারে পুলিশ পাঠানো হয়েছে। আটক নয়নকে থানায় হেফাজতে নিয়ে মাদকের নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।