ইসলামের দুশমনদের রাজনীতি করার অধিকার নেই: মামুনুল হক

চাঁদপুর ও কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ২১:৫৮
শেয়ার :
ইসলামের দুশমনদের রাজনীতি করার অধিকার নেই: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারাই ইসলামের বিপক্ষে, তারাই স্বাধীনতার দুশমন। কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সংঘাত নয়, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সম্ভব নয়।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার আয়োজনে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে গণহত্যার বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গনজোয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত ১৫ বছর শেখ হাসিনা এ দেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছে। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, তারাই মাইনাস হবে।

মামুনুল হক বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান হাজারো শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে ৯ মাসের মুক্তির সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্ত দুর্ভাগ্য, কিছু দিনের মধ্যে পাশের এক আধিপত্য রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতাকে ছিনতাই করে নিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্ম নিরপক্ষেতা আমদানি করে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযোদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে।

মামুনুল হক বলেন, চব্বিশের মহান বিপ্লবকে কাউকে ছিনতাই করতে দেওয়া হবে না। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার স্বাধীনতা রক্ষা করব। জুলাই বিপ্লবের সকল অংশীজন সকল ঐক্যবদ্ধ হয়ে আগামী ফ্যাসীবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। লেডি ফেরাউন নামে খ্যাত শেখ হাছিনা তার জুলুম এবং নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করেছেন। এই দেশের হিন্দুরা তাদের বাড়িতে মন্দিরে মূর্তিপূজা করবে সেটা তাদের ধর্মীয় ব্যাপার। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস সারাদেশে ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থী বাঁচাই করা হয়েছে। খেলাফত মজলিসের পক্ষ থেকে কচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচিত মুখ মুফতি আনিসুর রহমান কাসেমীকে আপনাদের হাতে তুলে দিলাম, সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয় করে সংসদের পাঠাবেন। আগামী কচুয়ার সংসদের নেতা হবে মুফতি আনিসুর রহমান কাসেমী, ইনশাল্লাহ সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কাজ করবেন।’

জনসভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনীত প্রার্থী মুফতী আনিছুর রহমান কাসেমী।

সংগঠনের উপজেলার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতউল্লাহ আমিন।

আরও বক্তব্য দেন জেলা সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা (পশ্চিম) জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি ও কচুয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু হানিফ।