ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি সালাম ও সম্পাদক নজরুল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
০২ আগস্ট ২০২৫, ২১:২০
শেয়ার :
ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি সালাম ও সম্পাদক নজরুল

ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সভাপতি এফএম সালাম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম পুনঃনির্বাচিত হয়েছেন। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সংগঠনের এক বিশেষ সভায় নির্বাচক মণ্ডলী তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের লক্ষ্যে প্রেস ক্লাবের বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। নির্বাচক মণ্ডলীর সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

নির্বাচকদের মধ্যে রয়েছেন- এম. মোখলেসুর রহমান খান, অ্যাডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ, মতিউল আলম ও মোঃ আবুল কালাম আজাদ।

সভায় বক্তব্য দেন- শামসুল আলম খান, ফেরদৌস আহমদ বাবুল, মোঃ হারুনুর রশিদ, মোশারফ হোসেন খসরু, শহিদুল ইসলাম শফিক, খুরশিদ উল আলম মুজিব, মনোনেস দাস, মনিরুল ইসলাম মনির, মহিউদ্দিন সোহেল, ওবায়দুল পাঠান, মোঃ ইদ্রিস আলী, নুরুল ইসলাম খান, আব্দুল হক লিটন, এইচ এম জুবায়ের হোসেন, মোনালিসা, সাবিনা ইয়াসমিন ও নাবিলা আফরিন প্রমূখ।

প্রসঙ্গত, ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পর চার জেলার পেশাদার সাংবাদিকদের মাঝে যোগাযোগ, আন্তরিকতা, সৌহার্দ্য, পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাব গঠিত হয়।