চলছে ‘বিদ্রূপে বিদ্রোহ’

বিনোদন ডেস্ক
০২ আগস্ট ২০২৫, ১৫:০৫
শেয়ার :
চলছে ‘বিদ্রূপে বিদ্রোহ’

শুধু ২৪-এই নয়, এ দেশ জন্মের প্রারম্ভ থেকে ইতিহাসের বাঁকবদলের পরতে পরতে জড়িয়ে আছে বিদ্রুপ বা স্যাটায়ার। পথেঘাটে, চায়ের আড্ডা, রাজপথ থেকে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রবল বিচরণ এখন সোশ্যাল মিডিয়ায়। ব্যক্তিপর্যায় ছাড়িয়ে স্যাটায়ার বা বিদ্রুপের নানা ফর্ম জায়গা করে নিয়েছে প্রতিবাদ, প্রতিরোধ ও রাজনৈতিক বার্তায়।

মানুষের সেসব কথা, ফেইসবুক পোস্ট, স্লোগান, ছবি, কার্টুন আর মিম নিয়ে ঢাকার আলিয়স ফ্রঁসেজে শুরু হয়েছে ব্যঙ্গচিত্র প্রদর্শনী ‘বিদ্রূপে বিদ্রোহ’। গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে এমন প্রদর্শনীর আয়োজন করেছে ‘ই-আরকি’ এবং ‘আলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকা’।

আয়োজকরা বলছেন, ‘প্রদর্শনীর বিদ্রূপাত্মক নিদর্শনগুলো মনে করিয়ে দেবে বিদ্রুপ হল ক্ষমতাসীনের বিরুদ্ধে ক্ষমতাহীনের লড়াইয়ের অস্ত্র।’

ব্যঙ্গচিত্র ছাড়াও প্রদর্শনীতে থাকছে গণঅভ্যুত্থানের গান, কবিতা, ভিডিওচিত্র। সেসঙ্গে ‘ড্রামা কুইনের লাইভ ড্রামা’, স্বৈরাচারকে ধরার জন্য দৌড়’, ‘শাট-ডাউন টানেল’, ‘স্মৃতিময় জুলাই করিডোরসহ’ নানা ‘লাইভ অ্যাক্টিভিটি’ও থাকছে।

‘ই-আরকি’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের কথা বলার অধিকার যখন ক্রমেই সংকুচিত হয়ে আসছিল, তখন থেকে শুরু করে জুলাই আন্দোলনে অনলাইন ও অফলাইনে সরব ছিল “ই-আরকি”।’