শহীদদের কবরে ২ নম্বর ইট, রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
০২ আগস্ট ২০২৫, ১৪:১৫
শেয়ার :
শহীদদের কবরে ২ নম্বর ইট, রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ডিএনএ টেস্টের মাধ্যমে শহীদ পরিবার চাইলে মরদেহগুলো নিজেদের ইচ্ছেমতো জায়গায় কবর দিতে পারবেন।

আজ শনিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি জানান, শহীদদের মরদেহ শনাক্তে কবর খোঁড়ার কথা রয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখানে ১০০ জনের ওপরে শহীদের দাফন করা হয়েছে। তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায়নি। এগুলো আমাদের চিন্তাভাবনায় আছে। খুব তাড়াতাড়ি আমরা এদের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করার ব্যবস্থা করব।’

তিনি বলেন, ‘এতদিন তাদের আত্মীয়-স্বজন অনেকেই কবর থেকে ওঠানো হোক- এটাতে রাজি হননি। এখন তারা রাজি হয়েছেন। যদি তারা সবাই রাজি হয়ে যান তাহলে তাদের মরদেহগুলো আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করব। আর কেউ যদি এখান থেকে মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় আমরা সেটাও অ্যালাও করব।’

কতজনের কবর আছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মোট ১১৪টি কবর আছে। 

এ সময় গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।’

এ সময়, কবরস্থানে গণকবরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজে নিম্নমানের ইট দেখে সংশ্লিষ্ট প্রকৌশলী ও টেন্ডারকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের ইট দেখিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘটনা কী? ইটের এটা কী কোয়ালিটি?’

টেন্ডার সংশ্লিষ্ট এক ব্যক্তি উত্তরে বলেন, ‘স্যার, এটা এক নম্বর ইট।’

স্বরাষ্ট্র উপদেষ্টা রাগান্বিত হয়ে বলেন, ‘কীসের এক নম্বর? এ কী ইট লাগাইছেন আপনারা? শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন আপনারা?’

এক ব্যক্তি উত্তরে বলেন, ‘স্যার, ১০০ শতভাগ ভালো ইট এটা।’

স্বরাষ্ট্র উপদেষ্টা রেগে গিয়ে বলেন, ‘আপ ব্যাটা, কীসের ভালো ইট এটা?’

এরপর প্রকৌশলীকে ডাক দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রকৌশলীকে বলেন, ‘ইটগুলো আপনি দেখেন। আপনি কোথা থেকে পাস করেছেন?’

উত্তরে প্রকৌশলী বলেন, ‘আইইউবি থেকে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইইউবি থেকে পাস করেছেন। আপনিই দেখেন ইটগুলো কেমন।’

এরপর ইটগুলো সরানোর নির্দেশ দেন তিনি। পরে পাশেই পড়ে থাকা ইটের খোয়াগুলোর কাছে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে গিয়েও সেগুলোর মান দেখে ক্ষোভ প্রকাশ করে সেগুলো সরানোর নির্দেশ দেন তিনি।