সুনামগঞ্জ সীমান্ত থেকে ৩২টি ভারতীয় গরু আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ১৪:০০
শেয়ার :
সুনামগঞ্জ সীমান্ত থেকে ৩২টি ভারতীয় গরু আটক

সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত থেকে ৩২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। তাহিরপুরের বীরেন্দ্রনগর সীমান্তের কচুয়াছড়া ও দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্তের ইসলামপুর থেকে গরুগুলো আটক করে বিজিবির সদস্যরা। 

গতকাল শুক্রবার গভীর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের কচুয়াছড়া এলাকায় একটি ইঞ্জিন নৌকা থেকে ১৮টি গরু ও দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর থেকে ১৪টি গরু আটক করে। 

বিজিবি জানিয়েছে, আটককৃত ৩২টি ভারতীয় গরুর মূল্য ৩০ লাখ ২০ হাজার টাকা। ভারতীয় গরু আটক করলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে। বিজিবির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরুগুলো আটক করে। 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।