ছাত্রদল সভাপতির পোস্ট /

‘রবিবার থেকে কোট পিন পরে টাকা আদায় পুরোপুরি নিষিদ্ধ’

নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২৫, ১২:৪০
শেয়ার :
‘রবিবার থেকে কোট পিন পরে টাকা আদায় পুরোপুরি নিষিদ্ধ’

ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপলক্ষে আগামীকাল রবিবার থেকে পরবর্তীতে কোট পিন পরে টাকা আদায় পুরোপুরি নিষিদ্ধ বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন। 

এতে ছাত্রদল সভাপতি লিখেছেন, ‘বিগত সময়ে ছাত্রদলের লগো/ধানের শীষের প্রতীক সম্বলিত কোট পিন পরিয়ে টাকা আদায়ের ঘটনাগুলো আমাদের নজরে এসেছে।কোট পিন পরিয়ে টাকা আদায়ের সঙ্গে ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সামান্যতম সম্পৃক্ততা নেই।’

তিনি আরও লিখেছেন, ‘আগামীকাল ৩ আগস্টের ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপলক্ষে/পরবর্তীতেও এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি নিষিদ্ধ।’ 

পোস্টের শেষে রাকিবুল ইসলাম রাকিব লিখেছেন, ‘যদি কেউ এ ধরনের কার্যক্রম প্রত্যক্ষ করেন, সঙ্গে সঙ্গে তাদেরকে নিবৃত্ত করবেন। তারা নিবৃত্ত না হলে, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তাদেরকে সোপর্দ করবেন।’