মাহি বললেন, সবাই সব পারে না

বিনোদন প্রতিবেদক
০২ আগস্ট ২০২৫, ১২:০৭
শেয়ার :
মাহি বললেন, সবাই সব পারে না

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনেত্রী হিসেবেই দেশজুড়ে তার পরিচিতি। তবে মাহি যে গানও গাইতে পারেন, তা অনেকের অজানা। এবার গায়িকা মাহিকে দেখা গেল নেটদুনিয়ায়।

সম্প্রতি মাহি ফেসবুক রিলসে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, হাতে মোবাইল ফোন নিয়ে মাইক্রোফোনের সামনে বসে গান গাইছেন এই অভিনেত্রী।

মাহি কণ্ঠে তুলেন সংগীতশিল্পী অর্নবের লেখা ও গাওয়া ‘তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশকালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো।’

মাহির কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্যের ঘরে লিখে যাচ্ছেন নানা কথাও। আর মাহি ক্যাপশনে লিখেছেন, ‘সবাই সব পারে না। এই যেমন আমি গান গাইতে পারি না, কিন্তু তবুও একটু সাহস করে গুনগুন করলাম; চাঁদরাত বলে কথা।’

বলা দরকার, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অবস্থান করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ব্যক্তিগত অবসর কাটানোর জন্যই তার এই সফর বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের বাইরে আওয়ামী লীগের রাজনীতিতেও যুক্ত আছেন এই চিত্রনায়িকা।