সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার সকাল ১০টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ১০টা ৩ মিনিটে ঘটনাস্থলে আসে। এরপর আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এর মধ্যে দুটি ইউনিট স্ট্যান্ড বাই ছিল। কাজ করেছে নয়টি ইউনিট।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে এসব বিষয় জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক কাজী নজমুজ্জামান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?