আবারও কাশ্মীরে সেনা অভিযান, নিহত ১
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুলগামে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। আজ শনিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযান একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি জঙ্গি ছিল বলে দাবি করেছে তারা। স্থানীয় প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অখল’। শুক্রবার রাত থেকে কুলগামের জঙ্গল এলাকায় শুরু হয়েছে েএই অভিযান। ‘অপারেশন অখল’। গোপন সূত্রে সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনা। সমাজমাধ্যমে সকালে সেনার তরফে লেখা হয়েছে, ‘‘সারা রাত অবিরাম গোলাগুলি চলেছে। আমাদের সদাসতর্ক জওয়ানেরা গুলির মাধ্যমেই তার জবাব দিয়েছেন। যোগাযোগ বজায় রেখে ফাঁদ আরও শক্ত করেছেন। এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। অভিযান চলছে।’’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগে ‘অপারেশন মহাদেব’-এ পহেলামে হামলাকারী তিন জঙ্গিকে হত্যা করার দাবি করেছিল ভারত। এ বার কাশ্মীরে দ্বিতীয় অভিযান শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। সেনা অভিযানের দায়িত্বপ্রাপ্ত চিনার কোর নতুন অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
কুলগাম থেকে ১২ কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম অখল। এই গ্রাম কুলগাম জেলার অন্তর্গত। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর ‘অপারেশন অখল’-এর পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রথমে তল্লাশি শুরু হয়েছিল। সেনাবাহিনীর দাবি, জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে। এখনও কুলগামে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস