আজ পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ শনিবার ইসলামবাদে দুই দিনের সফর শুরু করবেন তিনি। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এক বিবৃতিতে পাকিস্তানে পররাষ্ট্র দপ্তর জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট। বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ানের সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন। থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরঘাচিও।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এটাই পেজেশকিয়ানের প্রেসিডেন্ট হিসেবে প্রথম পাকিস্তান সফর। সফরকালে পেজেশকিয়ান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাত করবেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস