মৃত্যুর সময় নেটফ্লিক্স ডকুমেন্টারির শুটিং করছিলেন হাল্ক হোগান
রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান যখন মারা যান, তখন তিনি নেটফ্লিক্সের একটি ডকুমেন্টারির শুটিংয়ে ছিলেন। এ খবর জানিয়েছে সিএনএন।
চলতি সপ্তাহেই ৭১ বছর বয়সে তিনি মারা যান।
নেটফ্লিক্স ও ডব্লিউডব্লিউই মিলে তৈরি করছে এই বিশেষ ডকুমেন্টারিটি, যেখানে হাল্ক হোগানের জীবনের নানা গল্প ও ক্যারিয়ারের উল্লেখযোগ্য মুহূর্ত তুলে ধরা হবে। মঞ্চের সামনে ও পেছনের দৃশ্যসহ জীবনের অনেক না জানা গল্প থাকবে তাতে।
প্রকল্পের সঙ্গে জড়িত সূত্র জানিয়েছে, হোগানের হঠাৎ মৃত্যু হলেও ডকুমেন্টারিটি বন্ধ করা হয়নি। শুটিং এখনো চলছে এবং পরবর্তীতে এটি প্রকাশ করা হবে। এই ডকুমেন্টারিটি হাল্ক হোগানের জীবনের প্রতি এক ধরনের শ্রদ্ধাঞ্জলি হয়ে থাকবে বলে মনে করছেন তারা।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
তৈরি হওয়া ডকুমেন্টারিটি ২০২৪ সাল থেকেই পরিকল্পনার মধ্যে ছিল- এমনটাই জানিয়েছে প্রজেক্টের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র। ইতোমধ্যে হোগানের সঙ্গে করা ২০ ঘণ্টার বেশি অপ্রকাশিত সাক্ষাৎকার এবং অতিরিক্ত ৩০ ঘণ্টার ফুটেজ ধারণ করা হয়েছে।
এই ডকুমেন্টারির কাজ হাল্ক হোগানের সরাসরি অংশগ্রহণ ও সম্মতিতে চলছিল। সিএনএন-কে দেওয়া এক মন্তব্যে ওই সূত্র জানায়, ‘ডকুমেন্টারিতে মানুষ হোগানের এমন এক দিক দেখা যাবে, যা আগে কখনো কেউ দেখেনি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তবে এখনো এর কোনো নির্ধারিত প্রকাশ তারিখ ঘোষণা করা হয়নি। হোগানের অপ্রত্যাশিত মৃত্যুর কারণে নির্মাতাদের কিছু অংশ নতুনভাবে পরিকল্পনা করতে হচ্ছে।
সূত্র আরও জানায়, হাল্ক হোগানকে সম্মান জানাতে শুক্রবার রাতে ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনে একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়। সেই মুহূর্তগুলোও ধারণ করা হয়েছে।
হাল্ক হোগানের জন্ম নাম ছিল টেরি বোলেয়া। রেসলিং দুনিয়ায় তিনি ‘হাল্ক হোগান’ নামেই সর্বাধিক পরিচিত। তাকে ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী কুস্তিগির হিসেবে গণ্য করা হয়। তার হাত ধরেই ডব্লিউডব্লিউই বিশ্বজুড়ে এক বিশাল সাফল্যের মুখ দেখে।
এই ডকুমেন্টারিটি হোগানের জীবনের অন্তরালের গল্প তুলে ধরবে এবং তার স্মৃতিকে নতুনভাবে বাঁচিয়ে রাখবে বলে আশা করা হচ্ছে।