যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে আনা সরকারের বড় অর্জন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ২২:১৯
শেয়ার :
যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে আনা সরকারের বড় অর্জন: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এটিকে একটি বড় অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন।

আজ শুক্রবার রাজধানীর উত্তরার আজমপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিএনপির সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর জন্য উপদেষ্টাদের প্রচেষ্টার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

জুলাই আন্দোলনে নিহতদের প্রসঙ্গে তিনি বলেন, ‘শহিদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও তাদের পরিবারগুলোর পুনর্বাসনের আশা করেছিলাম। সরকার তা পুরোপুরি করতে না পারলেও কিছু উদ্যোগ নিয়েছে-এ জন্য ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘জনগণ এখন স্লোগানের বদলে বাস্তব কাজ দেখতে চায়। তারা চায় বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার। আমরা এমন গণতন্ত্র চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ ও প্রতিনিধি নির্বাচন করতে পারবে। ডামি ভোট, ব্যাংক লুটপাটের রাজনীতি আমরা চাই না।’

অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ঘোষণাকে উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমরা দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। দেশের মানুষও তা চায়। আমাদের এমন সংসদ দরকার, যেখানে জনগণের কথা বলা হবে।’

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা একটি ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি। এ মুক্তি তখনই পূর্ণ হবে, যখন আমরা তাদের রাজনৈতিকভাবে উৎখাত করতে পারব। তাদের ঘৃণা করুন, যেন তারা ফিরে এসে আবার রক্তপাত না ঘটাতে পারে।’