পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা পাইনি: সালাহউদ্দিন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ২১:০০
শেয়ার :
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা পাইনি: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা পাইনি।’

আজ শুক্রবার চট্টগ্রামেরন হাটহাজারীকে আল-জামিয়াতুল আহ্‌লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন ও হেফাজত নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সেখানে সুপারিশ সবাই গ্রহণ করেছে। সেই সুপারিশগুলো একত্র করে জুলাই সনদ প্রণীত হবে। ’

জুলাই সনদ এখনও স্বাক্ষরিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এটা বাস্তবায়ন হবে সবার অভিমতের ভিত্তিতে। আমরা ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। আশা করি, সবাই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় সবাই একমত হবেন ‘

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘হেফাজতের মূল নেতৃত্ব এখানে, এই মাদ্রাসায়। বিগত আন্দোলনগুলোতে তাদের যে অবদান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে, বিএনপির নেতৃত্বে বিরোধী দলগুলো প্রায় ১৬ বছর ধরে এই আন্দোলন চালিয়ে গেছে। সবচেয়ে বেশি শহিদ, বিচারবহির্ভূত হত্যা, মামলা-হামলার শিকার বিএনপি, কিন্তু বিএনপির সবাইকে সাথে নিয়ে এ লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। ’

তিনি বলেন, ‘জুলাই আগস্ট গণঅভ্যুর্থানে যারা যুক্ত ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সেই আন্দোলনে আপনাদের যে অংশগ্রহণ ছিল, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, জালেম সরকারের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিলেন সেটার জন্য আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জানি গত ফ্যাসিবাদী সরকারের আমলে আলেম সমাজ বারবার নির্যাতিত হয়েছে।’

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছেন না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাদ্রাসা পরিদর্শন ও হেফাজত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বলে জানান তারা।

এর আগে তারা মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী ও সংগঠনটির আরেক সাবেক আমির প্রয়াত আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।  মাদ্রাসার মসজিদে তারা জুমার নামাজ আদায় করেন।  

এরপর তারা মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাটহাজারী মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস শেখ আহমেদ ও মুহাদ্দিস হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ  শিক্ষক, স্থানীয় আলেম-ওলামা এবং থানা ও পৌরসভা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

 

এদিকে, হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন শেষ বিএনপির এই দুই নেতা ফটিকছড়ি উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান।  সেখানে পৌঁছে মাদ্রাসা পরিদর্শন করেন এবং মাদ্রাসাটির পরিচালক বর্তমান হেফাজত আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় তাদের সঙ্গে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।