সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে দেওয়ায় যুবকের বিরুদ্ধে মামলা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ১৯:২১
শেয়ার :
সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে দেওয়ায় যুবকের বিরুদ্ধে মামলা

প্রেম করে বিয়ে, বিয়ের বছর না ঘুরতেই হয় ডিভোর্স। তারপর স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সাবেক স্বামী সানজিল মীরের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার বাবা-মা ও এক ভাইকেও আসামি করা হয়েছে।

সানজিল মীর মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বাবুল মীরের ছেলে। ভুক্তভোগী ওই নারী কেন্দুয়া উপজেলার বাসিন্দা। তারা দুইজনেই চট্টগ্রামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

মামলার এজহার সূত্রে জানা গেছে, তারা দুইজনেই চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকুরি করতেন। সেই সুবাদে সানজিল মীর ওই মেয়ের বাসার পাশের বাড়িতে ভাড়া থাকতেন। পাশাপাশি বাসা হওয়ায় প্রায় সময়ই ওই মেয়ে প্রেমের প্রস্তাব দিতেন সানজিল। এরমধ্যে ওই মেয়ে গোসল করার সময় গোপনে ভিডিও ধারণ করে সানজিল। পরে ওই ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রেমের সম্পর্কে বাধ্য করান।

চলতি বছরের গত এপ্রিল মাসে আদালতের মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ের পরও তার স্ত্রীর একাধিক আপত্তিকর ভিডিও ধারণ করে রাখে সানজিল। এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এতে অপারাগতা প্রকাশ করে ভুক্তভোগী ওই মেয়ে। এর প্রায় দুই মাস পরে বাবার বাড়িতে চলে যায়।

পরে ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়। পরে ভুক্তভোগী ওই মেয়ে গত ২১ জুলাই আদালতের মাধ্যমে ডিভোর্স দেন। ডিভোর্সের পরেও একাধিক আপত্তিকর ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেন সানজিল।

ভুক্তভোগী ওই মেয়ে বলেন, ‘সনজিল মীরের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। তিনি কৌশলে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে। তাকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে এসব তথ্যের প্রমাণ পাওয়া যাবে।’

অভিযুক্ত সানজিল বলেন, ‘আমাকে তালাক দিয়েছে। যাতে অন্য কোথাও বিবাহ না হয়, এর জন্য আমি সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে তার কিছু ভিড়িও ছেড়েছি। বিষয়টা সমাধানের জন্য তার (সাবেক স্ত্রী) সঙ্গে আলোচনা চলছে।’

বিষয়টি নিশ্চিত করে মদন থানার পরিদর্শক তদন্ত দেবাংশু বলেন, ‘অভিযুক্তের বড় ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আনগত ব্যবস্থা নেওয়া হবে।’