ভারতে যাচ্ছেন মেসি!
ইতিহাসের সাক্ষী হতে পারেন ভারতের ফুটবলপ্রেমীরা। শিগগিরই দেশটিতে যেতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিসহ আর্জেন্টিনা ফুটবল দলের সদস্যরা। সেটি হতে পারে চলতি বছরের শেষের দিকে। এমন তথ্য জানিয়েছে জি নিউজসহ একাধিক ভারতীয় গণমাধ্যম।
বাণিজ্যিক অংশীদার এইচএসবিসি ইন্ডিয়ার সহযোগিতায় অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে কেরালায় আসার এই পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
গত মার্চ মাসে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভারত সফরের ইচ্ছার কথা জানিয়েছিল। তখন তারা ঘোষণা করে, মেসি কোচিতে কমপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরহিমান ২০২৫ সালের জুনে এই পরিকল্পনাগুলো পুনর্ব্যক্ত করে বলেছিলেন, সমস্ত বাধ্যবাধকতা পূরণ করা হয়েছে এবং সফরের সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিবেচনা করা হবে।
আরও পড়ুন:
ভারতে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সরকারি আশ্বাস সত্ত্বেও, ২০২৫ সালের মে মাসে প্রকাশিত প্রতিবেদনগুলোতে প্রশ্ন তোলা হয়েছিল, আয়োজকরা ম্যাচগুলো আয়োজনের জন্য প্রয়োজনীয় ১০০ কোটি রুপি সংগ্রহ করতে পারবে কি না। কিছু সূত্র জানিয়েছে, তহবিলের ঘাটতি পূরণ না করা হলে আর্জেন্টিনা চীন, অ্যাঙ্গোলা বা কাতারসহ অন্যান্য আন্তর্জাতিক ভেন্যুতে তাদের সফর স্থানান্তর করতে পারে। তবে, কেরালা সরকার এই গুজব উড়িয়ে দিয়েছে। আবারও জানিয়েছে, সফরটি এখনো সঠিক পথেই চলছে। ভারতের ফুটবল ভক্তরা এখন ম্যাচের নিশ্চয়তার জন্য অপেক্ষা করছেন। এর মধ্যে প্রতিপক্ষের বিবরণ, সঠিক ভেন্যু এবং টিকিট বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে।
সবকিছু ঠিকঠাক সম্পন্ন হওয়ার পর মেসি যদি ভারতে যান, তাহলে সর্বাধিক জনসংখ্যার দেশটিতে সেটিই হবে মেসির দ্বিতীয় সফর। কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি হতে পারে। মেসি ছাড়াও এই সফরে যেতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ এবং এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকা।