ফিলিস্তিনকে স্বীকৃতি’ ইস্যুতে ইউরোপীয় দেশগুলোকে যা বললেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১৪:৫১
শেয়ার :
ফিলিস্তিনকে স্বীকৃতি’ ইস্যুতে ইউরোপীয় দেশগুলোকে যা বললেন এরদোয়ান

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইস্যুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সমর্থনকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, ‘ইউরোপ থেকে, বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেন থেকে আসা সাম্প্রতিক মানবিক প্রতিক্রিয়াগুলো আমরা অত্যন্ত মূল্যবান বলে মনে করি। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।’

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এরদোয়ান বলেন, ‘গাজায় নৃশংসতার মুখে কেউ চুপ থাকতে পারে না, যেখানে শিশুরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে এবং খাদ্যের সন্ধানে থাকা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে গুলি করা হচ্ছে। ’

ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবশেষ পর্তুগাল ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। এর আগে একই অবস্থানের কথা জানিয়েছে ফ্রান্স ও ইংল্যান্ডও। আমেরিকা থেকে কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। 

জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে বর্তমানে প্রায় ১৫০টি দেশই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।