২ ঘণ্টা ধরে কাঁদতেন, আত্মহত্যার কথাও ভেবেছিলেন চাহাল
চলতি বছরই স্যোশাল মিডিয়ার পরিচিত মুখ ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদ হয় ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের। সেই ঘটনার অনেক দিন কেটে যাওয়ার পর বিচ্ছেদের সময়কার ঘটনা নিয়ে মুখ খুলেছেন চাহাল। কতটা কঠিন সময় পার করেছেন, সেটিই তুলে ধরলেন এক পডকাস্টে।
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে চাহালের পরকীয়ার গুজবও উঠেছিল তখন। তবে রাজ শামানির পডকাস্টে চাহাল স্পষ্টভাবে জানান, কখনো ধনশ্রীর সঙ্গে প্রতারণ করেননি তিনি। এছাড়া বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার আগে সবার কাছ থেকে ঘটনাটি গোপনও রেখেছিলেন এই ক্রিকেটার।
চাহাল বলেছেন, ‘আমি আমার জীবনের ওপর ক্লান্ত হয়ে গিয়েছিলাম। প্রতিদিন আমি একই রকম ঘটনার মধ্য দিয়ে যেতে পারছিলাম না। একই জিনিস, একই উদ্বেগ। দুই ঘন্টা ধরেও কেঁদেছি। ২-৩ ঘন্টা ঘুমাতাম, তবুও একই জিনিস মাথার মধ্যে ঘুরত। আমি ভেবেছিলাম জীবন শেষ করে দেওয়াই ভালো। মাসে ১-২ দিনের মতো এই সময়টা আসত।’
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
অস্থির সময়ে ক্রিকেট থেকেও বিরতি নিয়েছিলেন চাহাল, ‘আমি ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলাম কারণ আমি চাইনি যে আমার কারণে দল ক্ষতিগ্রস্ত হোক।’
বিচ্ছেদের সিদ্ধান্ত আগেই নেওয়া হলেও মানুষকে সেটা জানতে দেননি চাহাল, ‘এটা (বিচ্ছেদের প্রক্রিয়া) অনেক দিন ধরেই চলছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা মানুষকে এটা বুঝতে দেব না। কেউ জানবে না এটা ঘটার আগে।...আমরা সোশ্যাল মিডিয়ায় অন্য সাধারণ দম্পতির মতোই থাকব।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রতারণার অভিযোগ খণ্ডন করে চাহাল বলেছেন, ‘যখন আমি বিবাহবিচ্ছেদের ঘটনার মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন মানুষ আমাকে প্রতারক বলে আখ্যা দিয়েছিল। আমি কখনো প্রতারণা করিনি। আমার চেয়ে বিশ্বস্ত মানুষ আর পাওয়া যাবে না। আমার প্রিয়জনদের জন্য, আমি আমার হৃদয় থেকে ভাবি। আমি কখনো চাইনি, শুধু দিয়েছি। মানুষ না জেনেই লিখেছে। আমার দুই বোন আছে, আমি জানি কিভাবে মেয়েদের সম্মান করতে হয়।’