লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়ে মো. হাসান (৪২) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আলী বাপের পাড়া এলাকা থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসান চুনতি ইউনিয়নের হাদুর পাহাড় এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সৈয়দ আহমেদের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।
জানা গেছে, হাসান এলাকায় একটি পানের বরজে কাজ করতেন। কাজ শেষে প্রতিদিনের মতো বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, হাসান কানে কম শুনতেন। ধারণা করা হচ্ছে, এই শারীরিক সমস্যার কারণে ট্রেনের শব্দ শুনতে না পারায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে ঠিক কখন এবং কীভাবে তিনি ট্রেনে কাটা পড়েন, সে বিষয়ে কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল মাবুদ জানান, রাত ১০টার দিকে রেললাইনের পাশে হাসানের মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।