রাশিয়ায় ‘সরকার পরিবর্তনের’ ডাক জেলেনস্কির
রাশিয়ায় ‘সরকার পরিবর্তনের’ ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বৃহস্পতিবার তার মিত্রদের প্রতি রাশিয়ায় ‘সরকার পরিবর্তনের’ লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শীতল যুদ্ধকালীন হেলসিংকি চুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়াল ভাষণে জেলেনস্কি বলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়াকে যুদ্ধ থামাতে ‘চাপ প্রয়োগ করা’ সম্ভব। তিনি বলেন, ‘কিন্তু যদি বিশ্ব রাশিয়ার শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য না নেয়, তবে যুদ্ধ শেষ হওয়ার পরও মস্কো তার প্রতিবেশী দেশগুলোকে অস্থির করতে থাকবে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গতকাল রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৬ বছর বয়সী এক শিশুসহ ১১ জন নিহত হয়। রাতভর চালানো ওই হামলায় কিয়েভের পশ্চিমাঞ্চলে একটি নয়তলা আবাসিক ভবনের অংশ ধসে পড়ে এবং শহরজুড়ে শতাধিক মানুষ আহত হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এদিকে রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে তারা পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর চাসিভ ইয়ার দখল করেছে, যেখানে গত কয়েক মাস ধরে তীব্র যুদ্ধ চলছে। মস্কো সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে প্রাণঘাতী আকাশ হামলা আরও বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও প্রায় সাড়ে তিন বছরের এই আগ্রাসন থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস