ছাগলনাইয়ার ঈদগাহ মসজিদ থেকে ৭ লক্ষ টাকা চুরি
ফেনীর ছাগলনাইয়াধীন ক্যাপ্টেন লিংক রোড উত্তর সতর ঈদগাহ মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল হোসেনের কক্ষে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় চোর ওই কক্ষে ঢুকে আলমিরা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে হাফেজ মাওলানা বেলাল হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হাফেজ মাওলানা বেলাল হোসেন বলেন, ‘আমরা মাগরিবের নামাজরত থাকাকালীন সময়ে এই চুরি সংঘটিত হয়েছে।’
স্থানীয় মুসল্লী শাহাদাত হোসেন বলেন, ‘একটা দেশ ও সমাজ এইভাবে চলতে পারে না, যেখানে আল্লাহর ঘর মসজিদ ও নিরাপদ নয়। সেখানে আমার আপনার ঘর তো তাদের কাছে কিছুই না।’
আরেকজন মুসল্লী হাফেজ সাইফুল ইসলাম বলেন, ‘এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা। এই কাজগুলোর সঙ্গে মসজিদের আশেপাশের লোক হয়তো জড়িত থাকতে পারে।’
এদিকে এই চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয়রা।