অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের
মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক জিলু রহমান (৪২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল আনুমানিক ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিলু রহমান গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল অহিদ মিয়া ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা যায়।
জানা গেছে, শুক্রবার সকালে নিহত ওই পুলিশ সদস্য মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ থেকে গজারিয়া তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘটনার স্থল বালুয়াকান্দি এলাকা অতিক্রম করার সময় একই মুখী অজ্ঞাত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েই অজ্ঞাত ওই গাড়ি পালিয়ে যায়। ঘটনাস্থলে ওই পুলিশ সদস্য নিহত হন। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিহতের স্বজনদের জানানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।