গাজায় মানবিক বিপর্যয় /
পরিদর্শনে যাচ্ছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষের কারণে আন্তর্জাতিক চাপ ও সমালোচনা বাড়ছে। এ অবস্থায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ।
শুক্রবার তিনি গাজা সফর করবেন এবং ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো পরিদর্শন করবেন।
এদিকে, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও খাদ্য সংকটের জন্য ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা তীব্র হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মে মাস থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত সংস্থা জিএইচএফ পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোর আশেপাশে খাদ্যের জন্য হাহাকার করা এক হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
উইটকফের এই সফর আন্তর্জাতিক পর্যায়ে ক্রমবর্ধমান উদ্বেগ ও মানবিক সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন এবং কীভাবে আরও খাদ্য সহায়তা পৌঁছানো যায়, সে বিষয়ে একটি কার্যকর পরিকল্পনা গঠন করবেন।
লেভিট বলেন, ‘বিশেষ দূত ও রাষ্ট্রদূত গাজা সফর শেষে প্রেসিডেন্টকে বিস্তারিত ব্রিফ করবেন এবং চূড়ান্ত ত্রাণ বিতরণ পরিকল্পনায় অনুমোদন নেবেন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উল্লেখ্য, এই সফরের ঠিক একদিন আগে ইসরায়েলের হামলায় গাজা জুড়ে ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া ক্ষুধা ও অপুষ্টিতে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে অন্তত ১৫৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮৯ জনই শিশু।
যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই সফর মূলত ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক চাপ ও উদ্বেগের পরিপ্রেক্ষিতেই সংগঠিত হচ্ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস