ইংল্যান্ড-ওয়েলসে ফের জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম
ইংল্যান্ড ও ওয়েলসে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’ নাম। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, ২০২৪ সালে সবমিলিয়ে ৫ হাজার ৭১২ জন শিশুর নাম ‘মুহাম্মদ’ রাখা হয়।
গতকাল বৃহস্পতিবার আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘মুহাম্মদ’ নাম জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ও দ্বিতীয় নাম ছিল নোয়াহ। গত বছর ইংল্যান্ড-ওয়েলসে ৪ হাজার ১৩৯টি শিশুর নাম নোয়াহ রেখেছিলেন তাদের বাবা-মা। এরপর যথাক্রমে রয়েছে অলিভার, আর্থার এবং লিও। ২০২৩ সালে প্রথমবার নোয়াহ নামকে টপকে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে মুহাম্মদ নামটি।
এছাড়া ২০২৪ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ছেলেদের জন্য অন্যান্য জনপ্রিয় মুসলিম নামগুলির মধ্যে রয়েছে ইউসুফ (৬৯তম স্থান), মুসা (৭৩তম স্থান), ইব্রাহিম (৭৬তম স্থান) এবং ইয়াহিয়া (৯৩তম স্থান)।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
শীর্ষ ১০০-তে মেয়েদের জন্য মুসলিম নামগুলির মধ্যে রয়েছে লায়লা (৫৬তম স্থান), মরিয়ম (৫৭তম স্থান) এবং ফাতিমা (৭৬তম স্থান)।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশ দুটিতে মেয়ে শিশুদের ক্ষেত্রে অলিভিয়া নামটি শীর্ষস্থানে রয়েছে। এরপর যথাক্রমে আছে অ্যামেলিয়া, লিলি, ইসলা এবং ইভি।
উল্লেখ্য, ১৯৮০ সালের দিকে ব্রিটেনে মুহাম্মদ নামটি জনপ্রিয়তার সেরা একশর মধ্যে চলে আসে। মূলত মুসলিম অভিবাসীর সংখ্যা বৃদ্ধি ‘মুহাম্মদ’ নাম সবচেয়ে জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছে বলে ধারণা করা হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
অপরদিকে আর্থার এবং আর্চি এখনো ব্রিটেনে জনপ্রিয় নাম হিসেবে রয়ে গেছে। এ ছাড়া জর্জ এবং থিয়োডরের মতো পুরোনো নামগুলো এখনো সেরা ১০-এ রয়েছে।
উল্লেখ্য, ১৯২৪ সালে মুহাম্মদ নামটি সর্বপ্রথম ইংল্যান্ড ও ওয়েলসে শীর্ষ ১০০টি জনপ্রিয় নামের মধ্যে স্থান পেয়েছিল।