ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ /

বহু দেশের পণ্যে পুনরায় শুল্ক আরোপ

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ০৯:১২
শেয়ার :
বহু দেশের পণ্যে পুনরায় শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে বহু দেশ ও অঞ্চল থেকে আমদানি হওয়া পণ্যের ওপর নতুন করে ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করা হয়েছে। এই শুল্কহার ১০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত হতে পারে।

আল জাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, পৃথক আরেকটি নির্বাহী আদেশে, যা বৃহস্পতিবার রাতের দিকে স্বাক্ষরিত হয়েছে, ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া নির্দিষ্ট কিছু পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে হোয়াইট হাউস জানায়, কানাডা যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানিলসহ অন্যান্য অবৈধ মাদকের অব্যাহত প্রবাহ নিয়ন্ত্রণে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে।

এই সিদ্ধান্তে স্পষ্ট, মাদক নিয়ন্ত্রণে ‘সহযোগিতা না করা’ ও বাণিজ্যে ‘পারস্পরিকতা না মানা’- এই দুই ইস্যুতেই ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থান নিচ্ছে।

বৃহস্পতিবার “পুনরায় পারস্পরিক শুল্কহার সংশোধন” শীর্ষক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র তাদের প্রায় ৬৯টি বাণিজ্যিক অংশীদার দেশের নাম ও সংশ্লিষ্ট “সংশোধিত” শুল্কহার প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রগামী রপ্তানির ওপর ১০ শতাংশের মৌলিক শুল্কহার প্রযোজ্য হবে।

অন্যদিকে, ভারত (২৫ শতাংশ) ও তাইওয়ান (২০ শতাংশ)-এর মতো কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের ওপর তুলনামূলক বেশি শুল্ক আরোপ করা হয়েছে, যেহেতু এসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা ধীরগতিতে চলছে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে পারস্পরিকতার ঘাটতি এখনো বিদ্যমান।’ এই কারণেই তিনি আবার শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, নির্বাহী আদেশ ১৪২৫৭-তে ঘোষিত জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিছু নির্দিষ্ট বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজন ও যৌক্তিক।’

হোয়াইট হাউস কানাডার ওপর শুল্কহার বৃদ্ধির বিষয়েও একটি তথ্যপত্র প্রকাশ করেছে। সেখানে ট্রাম্প অভিযোগ করেন, ‘কানাডা তাদের উত্তর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহ ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, বরং প্রতিশোধমূলক আচরণ করছে।’