আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বিএডিসি সার গুদামে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রহনপুর পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত বিএডিসি সার গুদামে এ ঘটনা ঘটে। ওই এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে প্রায় ৫টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ওই সার গুদামের শ্রমিকদের নিয়ন্ত্রণ নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দেশের পট পরিবর্তনের পর আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন আহত হন।
আহতরা হলেন সজীব (২৬), উজ্জ্বল (২৮), সাহেদ (২৬), সোহেল (৩০), মাসুদ রানা পালানু (৩৫), আশিক (২৫)। আহতদের মধ্যে ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাহাত আলী।
এ বিষয়ে বিএডিসি সার গুদামের উপসহকারী পরিচালক মাহতাবউদ্দিন জানান, শ্রমিক ও ঠিকাদারের বিরোধের জের ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বর্তমানে গুদামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।