প্রশাসনের পদ-পদবিতে আসছে বড় পরিবর্তন

তাওহীদুল ইসলাম
০১ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
প্রশাসনের পদ-পদবিতে আসছে বড় পরিবর্তন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ দুটির কাজে ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনা ও গুরুত্ব বিবেচনা করে একত্রিকরণ হচ্ছে। আগামী রবিবার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় প্রস্তাবিত অ্যালোকেশন অব বিজনেস অনুমোদন পাওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের এ দ্বিতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নৌবাহিনীতে ১টি রিয়ার অ্যাডমিরাল (ই/এল) ও ১টি কমোডর (ই/এল) পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজন এবং ২টি কমান্ডার (ই/এল) পদ বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ রকম ১৫টি এজেন্ডা নিয়ে সচিব কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাত বছর আগে দুই ভাগ হয়ে যাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার একীভূত হচ্ছে। ফলে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের কার্যক্রম একজন সচিবের অধীনেই পরিচালিত হবে। মূলত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুশাসনের পর এ উদ্যোগ নেওয়া হয়। ওই অনুশাসন বাস্তবায়নে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ দুটি এক করতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যতালিকা প্রণয়ন করা প্রয়োজন। প্রস্তাবিত কার্যতালিকায় মোট ৪৫টি বিষয় রয়েছে। জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের বিদ্যমান কার্যতালিকা থেকে কোনো বিষয় বাদ দেওয়া হয়নি এবং নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়নি। বর্তমানে জননিরাপত্তা

বিভাগে পুলিশ সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলিকমিউনেকশন মনিটরিং সেন্টার রয়েছে। সুরক্ষা বিভাগে আছে বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর নিম্ন সংগঠনের বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১-এ সংযোজন এবং সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। একইভাবে নৌবাহিনীর কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের (সিএসডি) নাম ও সংস্থাপ্রধানের পদনাম ‘এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড (এএসডি)’ এবং নৌবাহিনীতে ১টি রিয়ার অ্যঅডমিরাল (ই/এল) ও ১টি কমোডর (ই/এল) পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজন এবং দুটি কমান্ডার পদ বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে।

বর্তমানে নৌবাহিনীর কমোডর সুপারিটেনডন্টে ডকইয়ার্ডের (সিএসডি) পদবি কমোডর, জেনারেল ম্যানেজার (প্রডাকশন) ও জেনারেল ম্যানেজারের (প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং) পদবি ক্যাপ্টেন এবং জেনারেল ম্যানেজার (পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) ও জেনারেল ম্যানেজারের (ইয়ার্ড সার্ভিসেস) পদবি কমান্ডার। নৌবাহিনীর অন্যান্য প্রশাসনিক কমান্ডারদের সঙ্গে পদবির সামঞ্জস্য রেখে কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের (সিএসডি) নাম ও সংস্থাপ্রধানের পদনাম এরিয়া সুপারিনটেন্ডডেন্ট (এএসডি) হিসেবে নামকরণ এবং নৌবাহিনীতে ১টি রিয়ার অ্যাডমিরাল ও ১টি কমোডর পদসহ মোট দুটি পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজন এবং ২টি কমান্ডার (ই/এল) পদ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে স্থায়ীভাবে ১৪টি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে ২৯টি পদ সৃজনের প্রস্তাব তোলা হতে পারে।

এজেন্ডায় আরও রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র লাইব্রেরিয়ানের পদনাম পরিবর্তন করে উপপরিচালক (লাইব্রেরি) করার বিষয়টি। এ ছাড়া ১১টি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পভুক্ত শিবু মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে রাজস্ব খাতে পদ সৃজনের প্রস্তাব করা হয়। রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৪৯টি পদ সৃজনে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ রাজস্ব খাতে অস্থায়ীভাবে ২৪টি পদ সৃজনে সম্মতি দিয়েছে। এটি অনুষ্ঠিতব্য সচিব সভায় তোলা হবে। তা ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ২০তম গ্রেডের ওজনদারের একটি সুপারনিউমারারি পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন হচ্ছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম শক্তিশালী ও বর্ধিত করা বিষয়ক শেষ হওয়া প্রকল্প থেকে রাজস্ব খাতে অস্থায়ীভাবে স্থানান্তরিত ৭৬টি পদ স্থায়ী করা হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইসিটি সেলের অবস্থান ছোট ক্যাটাগরি থেকে মধ্যম ক্যাটাগরিতে উন্নীত করা হবে। ধর্ম মন্ত্রণালয়ের বিদ্যমান পদ ১২৬টি। মন্ত্রণালয়ের কাজের পরিধি বেড়ে যাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদ সৃজনের প্রস্তাব করা হয়। চলতি বছর ৯ জানুয়ারি ৩৬টি পদ সৃজনে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ পরিপ্রেক্ষিতে ১৫০-এর বেশি জনবল বিবেচনায় ধর্ম মন্ত্রণালয়ের আইসিটি সেলের অবস্থান ছোট ক্যাটাগরি থেকে মধ্যম ক্যাটাগরিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

সচিব সভার এজেন্ডায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ২টি পদ সৃজনের প্রস্তাব তোলা হবে। এজেন্ডায় খাদ্য অধিদপ্তরের কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৪টি পদ সৃজন, তা ছাড়া পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কসহ অধিদপ্তরের রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৩৮টি পদ সৃজন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৪ অনুমোদন, সরকারি করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আগের কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের উদ্দেশ্যে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৭৫টি পদ সৃজনের প্রস্তাব অনুমতি পেতে পারে।