মসজিদ থেকে জোর করে ৫০০ কেজি রড নেওয়া শাহাদাত গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ১৮:৪১
শেয়ার :
মসজিদ থেকে জোর করে ৫০০ কেজি রড নেওয়া শাহাদাত গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এলাকায় যৌথবাহিনীর অভিযানে মো. শাহাদাত হোসেন (৪০) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্প ও মির্জাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহাদাত হোসেন উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ ও সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী এলাকার স্থানীয় বাসিন্দা মাওলানা আমিনুল ইসলামের থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন শাহাদত। চাঁদা না দেওয়ায় গত ২৪ জুলাই আমিনুল ইসলামকে খুনের হুমকি দেয়াসহ মারধর করেন শাহাদাত। এ ছাড়া শাহাদাত মাধবখালী ইউনিয়ন পরিষদের জামে মসজিদ থেকে জোর করে ৫০০ কেজি রড নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা।

কাঠালতলী এলাকার সরোয়ার হোসেন নামে এক ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকা চাঁদা আদায় এবং স্থানীয় গ্রাম পুলিশ হাবিবুর রহমানের মেয়ে খুশি আক্তারের দোকান থেকে জোরকরে মালামাল নেওয়ার অভিযোগ রয়েছে শাহাদতের বিরুদ্ধে।

দাবিকরা ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যে মারধর ও খুনের হুমকির অভিযোগ এনে গত মঙ্গলবার মির্জাগঞ্জ থানায় মো. আমিনুল ইসলাম একটি মামলা করেন।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।