সাদিক কায়েমকে নিয়ে নাহিদের পোস্ট, যা বললেন জুলকারনাইন

অনলাইন ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১৮:১৩
শেয়ার :
সাদিক কায়েমকে নিয়ে নাহিদের পোস্ট, যা বললেন জুলকারনাইন

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের সাবেক সংগঠন ও অভ্যুত্থানে ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সেই অভিযোগের জবাব দিয়েছেন আল-জাজিরার সংবাদিক জুলকারনাইন সায়ের।

নাহিদ ইসলামের অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থাকা সাদিক কায়েমের নামে একটাও অসততার অভিযোগ আসেনি।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন কথা বলেন।

জুলকারনাইন সায়ের বলেন, ‘জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিল এবং ৫ই আগস্ট ২০২৪-এর পর এখনো পর্যন্ত যেই ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি, তার নাম আবু সাদিক (Md Abu Shadik)’।


পোস্টে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘স্বাভাবিকভাবেই তাকে ও তার শুভানুধ্যায়ীদের নিয়ে অনেকে মুখরোচক চটকদার আলাপ তৈরি করবে। কিন্তু এসব আলাপ তৈরি করে কি নিজেদের গোপনতম সত্য লুকানো সম্ভব হবে?’ 

এরআগে এক পোস্টে শিবির নেতা সাদিক কায়েমের বক্তব্যকে ‘মিথ্যাচার’ উল্লেখ করে নাহিদ বলেন, ‘সম্প্রতি একটা টকশোতে তিনি বলেছেন, ছাত্রশক্তির গঠনপ্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম। এটা মিথ্যাচার’।