জার্মানিতে মসজিদ ভেঙে ফেলার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১৮:০১
শেয়ার :
জার্মানিতে মসজিদ ভেঙে ফেলার নির্দেশ

জার্মানির স্টুটগার্টের কাছে লাইনফেল্ডেন- এশটারডিংগেন শহরের কাউন্সিল একটি নির্মাণাধীন মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের মধ্যে নিজেদের খরচে কোলনের ইসলামিক সংগঠন পরিচালিতএই মসজিদটি ভেঙে ফেলতে হবে।  

অ্যাসোসিয়েশন অফ ইসলামিক কালচার সেন্টার ২০১৪-তে এই মসজিদ নির্মাণের অনুমতি পায়। কিন্তু চুক্তি অনুযায়ী, চার বছরের মধ্যেই এই নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। সেই সময়সীমা পার হয়ে যাওয়ার কারণেই এই নির্দেশ দিয়েছে কাউন্সিল। 

এর পরে আইনি যুদ্ধেও কাউন্সিলের পক্ষে রায় দেয় আদালত। কাউন্সিলে সিদ্ধান্ত হয়, তারা এই মসজিদের জন্য অন্য কোনো জায়গা খোঁজায় সাহায্য করবে। যদিও ইসলামিক সংগঠনটি জানায় তারা মসজিদটি ভাঙবে না। 

জার্মানিতে বর্তমানে প্রায় ৪৩ থেকে ৪৬ লাখ মুসলিম বসবাস করে, যা দেশটির তৃতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়।