যে ৪ জেলায় ডিলার নিয়োগ দেবে টিসিবি
নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণের মধ্যে ভর্তুকি মূল্যে নির্দিষ্ট পণ্য বিক্রির লক্ষ্যে দেশের চার জেলায় ডিলার নিয়োগ দিতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ডিলার হতে আগ্রহীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে সরকারি এ বিপণন সংস্থা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বাগেরহাট, মাগুরা ও ময়মনসিংহ জেলার নির্ধারিত উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভার জন্য ডিলার নিয়োগ করা হবে। আগামী ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত অনলাইনে ডিলারশিপের আবেদন করা যাবে।
এতে বলা হয়, টিসিবি অফিসে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারে কিংবা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সারাদেশে যেসব ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভায় ডিলার নেই সেসব জেলা, উপজেলা ও সিটিতে পর্যায়ক্রমে অনলাইনে ডিলার নিয়োগ দেবে টিসিবি।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানিয়েছে টিসিবি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?