বাঁধনকে দিয়ে শুরু

বিনোদন প্রতিবেদক
৩১ জুলাই ২০২৫, ১৪:৪৯
শেয়ার :
বাঁধনকে দিয়ে শুরু

মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’। প্রতিষ্ঠার প্রথম বছর থেকে ধারাবাহিকভাবে সাত বছর এটি প্রচার হয়ে আসছে টেলিভিশন চ্যানেলটিতে। তবে এবার আর ঈদ বিশেষ হিসেবে নয়, নিয়মিতভাবেই দর্শকদের সামনে এটি সম্প্রচারে আসছে।

নতুন আয়োজনে সাজানো অনুষ্ঠানটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১ আগস্ট) থেকে। প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচার হবে এটি। তথ্যটি নিশ্চিত করেছেন চ্যানেলটির অ্যাসিসটেন্ট ম্যানেজার (প্রোগ্রাম) রিয়াদ শিমুল।

প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের অনেক অপ্রকাশিত কথা শোনাবেন তিনি। বলবেন, ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক ও সিনেমার কথা। সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে বাঁধনের প্রিয় গান, নাটক, সিনেমার বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে।

মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।