বাবার গালমন্দে কিশোরের বিষপান, ৪ দিন পর মৃত্যু
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাবার ওপর অভিমান করে আকাশ (১৭) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে।
নিহত আকাশ পূর্বধলা ইউনিয়নের তারাকান্দা গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সংসারে কোনো আয়-রোজগার না করায় আকাশকে প্রায়ই গালমন্দ করতেন তার বাবা হারুনুর রশিদ। এমনকি কখনো কখনো শারীরিক নির্যাতনও করতেন বলে অভিযোগ করেছেন প্রতিবেশিরা। এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া আকাশ গত বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ ঘরে চাষাবাদের কাজে ব্যবহৃত কীটনাশক পান করেন।
ঘটনার সময় আকাশের মা আছমা বেগম ঘরে প্রবেশ করে তাকে বিষপান করতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা এসে দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে গত শনিবার ভোরে আকাশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
৪ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন আকাশ।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলম জানান, মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।