আজ থেকে জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব শুরু
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর হতে চলেছে। শহীদের রক্তে রঞ্জিত সেই দিনগুলোর স্মরণে নানা আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে উৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হবে আয়োজন। প্রথম দিন টিম কালারস মঞ্চস্থ করবে নাটক ‘রি-রিভোল্ট’। রচনা ও নির্দেশনায় রয়েছেন নায়লা আজাদ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এরপর একে একে মঞ্চায়িত হবে দীপক সুমনের রচনা-নির্দেশনায় তীরন্দাজ রেপার্টরীর ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, শাকিল আহমেদ সনেটের নির্দেশনায় স্পন্দন থিয়েটার সার্কেলের ‘দেয়াল জানে সব’, ইরা আহমেদের নির্দেশনায় এথেরার ‘দ্রোহের রক্ত কদম’, লাহুল মিয়ার নির্দেশনায় ফোর্থ ওয়াল থিয়েটারের ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি’, সাইদুর রহমান লিপনের নির্দেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ‘এনিমেল ফার্ম’, খন্দকার রাকিবুল হকের নির্দেশনায় অন্তর্যাত্রার ‘আর কত দিন’, ইলিয়াস নবী ফয়সালের নির্দেশনায় ভৈরবীর ‘অগ্নি শ্রাবণ’, ধীমান চন্দ্র বর্মণের নির্দেশনায় থিয়েটার ওয়েভের ‘মুখোমুখি’ ও আজাদ আবুল কালামের নির্দেশনায় প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নাট্যোৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে কাজী নওশাবা আহমেদের নির্দেশনায় ‘আগুনি’। পরিবেশনায় টুগেদার উই ক্যান। প্রতিটি প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’