ভূমিকম্প ও সুনামির পর এবার রাশিয়ায় অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১২:০৮
শেয়ার :
ভূমিকম্প ও সুনামির পর এবার রাশিয়ায় অগ্ন্যুৎপাত

শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতের পর এবার রাশিয়ায় অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় এলাকা ক্লুইশেস্কোইতে এই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

রাশিয়ান ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের আঘাতের কয়েক ঘণ্টা পর এই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানায়, আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ হচ্ছে। আগ্নেয়গিরির ঠিক ওপরেই তীব্র আলোর ঝলক ও বিস্ফোরণ দেখা গেছে।

এটি ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি। এর উচ্চতা প্রায় চার হাজার ৮৩৫ মিটার (১৫ হাজার ৮৩৩ ফুট)। ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরি গঠিত হয়েছে বহু বছর ধরে জমে থাকা লাভা, ছাই ও অন্যান্য আগ্নেয় উপাদান দিয়ে। এটি রুশ ভূতত্ত্ববিদ ও অভিযাত্রীদের কাছে দীর্ঘদিন ধরে গবেষণার বিষয় হয়ে আছে। তবে এটি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় এর চারপাশে জনবসতি সীমিত।