বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

তাড়াশ প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ১০:৪২
শেয়ার :
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ গ্রামে প্রেমিক রুহুল আমিনের বাড়িতে অনশন করছেন ওই প্রেমিকা।

অনশনরত তরুণীর সঙ্গে কথা বলে জানা যায়, ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের। কিন্তু রুহুল আমিনের পরিবার মেনে না নেওয়ায় অনশন শুরু করেছেন তিনি। পূর্বে বিয়ের আশ্বাস দিয়ে রুহুল আমিন বিভিন্ন জায়গায় নিয়ে তার সঙ্গে একাধিক বার রাত্রীযাপন করেছেন। কিন্তু বিয়ে করেননি। এদিকে প্রেমিকা আসার পর রুহুল আমিন বাড়ি থেকে পালিয়েছেন। 

এ প্রসঙ্গে রুহুল আমিনের বাবা মজিবর রহমান বলেন, ‘আমার ছেলেকে ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই মেয়ে প্রেমের নাটক সাজিয়েছে।’

গ্রামবাসীরা বলেন, ‘শুনেছি মেয়েটির সঙ্গে রুহুল আমিনের প্রেমের সম্পর্ক রয়েছে। আগেও সে একবার এ বাড়িতে এসেছিল। এবার বিয়ের দাবিতে দুই দিন ধরে অবস্থান করছে।’

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীর ব্যবস্থা নেওয়া হবে।’