‘শাকিবের নতুন সিনেমার গল্প কালা জাহাঙ্গীরের চরিত্র নয়’
পরিচালক আবু হায়াত মাহমুদ শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন। ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত এ সিনেমায় ?চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। সিনেমার নাম এখনও প্রকাশ হয়নি। সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, সিনেমাটি নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে। আর চরিত্রটিতে দেখা যাবে শাকিবকেই। এমন খবর প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কালা জাহাঙ্গীরের মতো একটি নেগেটিভ চরিত্রে নায়ক শাকিব কেন অভিনয় করছেন তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
খবরটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। গতকাল লিখিত বিবৃতিতে তারা এই গুজবটিকে স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন। তাদের তথ্য অনুযায়ী, শাকিব তাদের সিনেমায় যে চরিত্রে অভিনয় করবেন সেটি কালা জাহাঙ্গীরের নয়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রযোজক বলেন, ‘আমরা যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নয়। এটি নব্বইয়ের দশকের ঢাকাকে কেন্দ্র করে গড়া একটি কাহিনি, যেখানে থাকবে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন ও পারিবারিক ড্রামা- সবকিছুর সংমিশ্রণ।’
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা