স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মতিউর রহমান ওরফে আব্দুল মতিন নামে এক ব্যাক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
দণ্ড পাওয়া আসামি মতিউর রহমান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভায়াট গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. মাসুদুর রহমান জানান, আসামি যৌতুকের দাবিতে প্রায়ই তার স্ত্রী সাবিনাকে নির্যাতন করতেন। এরই একপর্যায়ে তার স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনের একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে। পরে সাবিনার ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে আজ দুপুরের পর আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটি ২০১১ সালের হলেও এই আদালতের বর্তমান বিচারক ২০২২ এই ট্রাইব্যুনালে যোগদানের পরে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়।