আমরা কি ভারত থেকে এসেছি, প্রশ্ন গোবিন্দ প্রামাণিকের
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, ‘আমরা কি আরব থেকে এসেছি? না ভারত থেকে এসেছি? আমরা তো এই দেশের ভূমিপুত্র। হাজার বছর ধরে এই ভূমিতে বাস করছি। তবু আজ নিজ ভূমিতে আমরা পরবাসী।’
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
তিনি বলেন, ‘আমাদের সন্দেহের চোখে দেখা হয়, অবহেলা করা হয়, নাগরিক মর্যাদা পর্যন্ত অস্বীকার করা হয়। যারা আমাদের ন্যূনতম মূল্য দেয় না, সেই সরকারকেও আমরা মূল্য দিই না। তাই আমরা আনুষ্ঠানিকভাবে এই সরকারকে প্রত্যাখ্যান করলাম।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘আমরা, হিন্দু সম্প্রদায়, বর্তমান সরকারের গঠিত সকল সংস্কার কমিশনকে প্রত্যাখ্যান করছি। এই সংস্কার কমিশন বা উপদেষ্টা পরিষদে আমাদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। ফলে জনগণও মনে করছে, সরকার যাদের গুরুত্ব দেয় না, তাদের আমরাও গুরুত্ব দেব না। এই মনোভাবের কারণেই হিন্দু সম্প্রদায়ের ওপর একের পর এক হামলা, লুটপাট, অগ্নিসংযোগ চলেছে। প্রশাসনও এসব থেকে আমাদের রক্ষার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।’
তিনি বলেন, ‘নির্বাচন সামনে। আমরা আগেই বলেছি, পৃথক নির্বাচনের ব্যবস্থা না হলে হিন্দু সম্প্রদায় ভোটকেন্দ্রে যাবে না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
রংপুরের গঙ্গাচড়ায় ঘটনার বিষয়ে গোবিন্দ প্রামাণিক বলেন, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, গঙ্গাচড়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় খরচে পুনর্বাসন করতে হবে। বাড়িঘর নির্মাণ করতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে। আর এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ পর্যন্ত কোনো কার্যকরী সাফল্য নেই।’
আগামী শুক্রবার থেকে সারাদেশে ভোট বর্জন কর্মসূচির ঘোষণা দিয়ে গোবিন্দ প্রামাণিক বলেন, ‘নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায় আলাদা শক্তি হিসেবে গড়ে উঠবে। বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা ভোটকেন্দ্রে যাব না, ভোট দেব না। এই মৌলবাদী সরকারের অধীনে কোনো নির্বাচন যেন না হয়, সে জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’