গাজীপুরে বাড়ছে সংসদীয় আসন, কমছে বাগেরহাটে

অনলাইন ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১৭:০৪
শেয়ার :
গাজীপুরে বাড়ছে সংসদীয় আসন, কমছে বাগেরহাটে

গাজীপুরে ভোটার বেশি হওয়ায় সেখানে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এ ছাড়া বাগেরহাটে ভোটার কম হওয়ায় সেখানে একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে এ কমিটি।

আজ বুধবার বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বলেন, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছেন। এ জন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এ ছাড়া বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় এ জেলা থেকে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে কমিটি।

মোট ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন আসছে জানিয়ে তিনি বলেন, ‘১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি আপত্তি নেওয়া হবে।’

এ নির্বাচন কমিশনার ‘সীমানা পুনঃনির্ধারণের গেজেট প্রকাশের অনুমতি দিয়েছে ইসি। আগামীকালের মধ্যে প্রকাশ হবে।’

 আনোয়ারুল ইসলাম বলেন, ‘সীমানা নির্ধারণে ইসি ১৬ জুলাই ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছিল। তারা ভোটারের সংখ্যা অনুযায়ী গ্রেডিং করেছেন। ১, ২, ৩ আসন বিশিষ্ট জেলাকে ভাঙার সুযোগ নেই। এসব জেলার সীমানা বৃদ্ধি বা হ্রাসের বিবেচনায় নেওয়া হয়নি।’

তিনি বলেন, ২৫০-এর কাছাকাছি আসনের সীমানা পুনঃনির্ধারণে আবেদন ছিল না। তাই এসব জায়গায় পরিবর্তন করা হয়নি।