এবার জায়েদ খানের রাতের অতিথি মোনালিসা

বিনোদন প্রতিবেদক
৩০ জুলাই ২০২৫, ১৬:৩৪
শেয়ার :
এবার জায়েদ খানের রাতের অতিথি মোনালিসা

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানা’র টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এর সঞ্চালক জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। আর অনুষ্ঠানটির প্রথম পর্বের অতিথি হয়েছিলেন তানজিন তিশা। চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠানটি প্রচার হয়।

বিশেষ এই আয়োজনের এবারের পর্বে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচার হবে ঠিকানা’র ইউটিউব চ্যানেল ও ফেসবুকে।

জায়েদ খান বলেন, ‘কেবল তো শুরু করেছি অনুষ্ঠানটা। চমক তো বাকি আছে অনেক। এটা যতদিন ভালো লাগবে, করতে থাকব।’

তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানে দেশ ও প্রবাসের তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসজীবনের চড়াই-উৎরাই, সংগ্রামের গল্প, সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং নতুন প্রজন্মের চিন্তা ও উদ্ভাবনের ঝলক থাকবে। সঙ্গে থাকবে আড্ডা ও মানবিক কথোপকথন- যা ছুঁয়ে যাবে দর্শকের মন।’

ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন বলেন, ‘এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার সাহসী এক পদক্ষেপ। জায়েদ খানকে এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত।’

এদিকে, আজ বুধবার (৩০ জুলাই) জায়েদ খানের জন্মদিন। বিশেষ এদিনটি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেই কাটাচ্ছেন তিনি। অভিনেতার ভাষ্য, ‘খুব ভালো আছি, কাজ করছি। সামনে কয়েকটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতিও নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’