পাহাড়ে ডাকাতদের আস্তানায় অভিযান, গ্রেনেড-অস্ত্র উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ১৫:৫৬
শেয়ার :
পাহাড়ে ডাকাতদের আস্তানায় অভিযান, গ্রেনেড-অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার পাহাড়ে ডাকাতদের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি-র‌্যাবের যৌথ টহল দল রঙ্গিখালীর গলাচিরা পাহাড়ে এই অভিযান পরিচালনা করে।

বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি ডাকাত দল সেখানে অবস্থান করছে। এরপর বিশেষ অভিযানে ওই এলাকা ঘিরে ফেলে বিজিবি ও র‍্যাব।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায় এবং দূর থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে যৌথ টহল দলটি পাহাড়ের ভেতরে তল্লাশি চালিয়ে ডাকাত দলের আস্তানা থেকে একটি বিদেশি ইউজি আই অস্ত্র, দুটি দেশীয় একনলা গাদা বন্দুক, চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড (ফিউজসহ) ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

জসীম উদ্দিন আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে রঙ্গিখালীর এই পাহাড়ে দীর্ঘদিন ধরে ডাকাতরা মাদক চোরাচালান, অপহরণ, খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা দেওয়া হয়েছে এবং গ্রেনেড ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।