প্রকাশ্যে বুবলী-জীবনের নাচ

বিনোদন প্রতিবেদক
৩০ জুলাই ২০২৫, ১৩:০১
শেয়ার :
প্রকাশ্যে বুবলী-জীবনের নাচ

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’র প্রথম গান হিসেবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে ‘ময়না’। যেখানে দর্শকদের চমকে দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সঙ্গে আছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনও।

এর মধ্যদিয়ে সিনেমার বাইরে এবারই প্রথম মিউজিক ভিডিওতে হাজির হলেন বুবলী। ফিল্মি স্টাইলে ও বড় বাজেটে এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নৃত্য পরিচালনায় আছেন খালেদ মাহমুদ। আর গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী কোনাল। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নিলয় ডি রকস্টার। কথা লিখেছেন আসিফ ইকবাল আর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

গানটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করছে।’

শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই। ইতিমধ্যেই গানটি সবার মাঝেই সাড়া ফেলতে শুরু করেছে। আমার বিশ্বাস গানটি অধিক জনপ্রিয়তা পাবে।’

গানচিলের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘বাংলা গানের নিজস্ব একটি ঘরানা রয়েছে গানচিলের। সেই ঘরানাকে আধুনিক রূপে উপস্থাপন করতেই এই প্রজেক্ট। আমরা মূলত বাংলা গানকে আরও সমৃদ্ধ করতে। মৌলিক গানের সঙ্গে আরও বাড়াতে কাজ করছি। সেই উদ্যোগেই গানচিল অরিজিনালস-এর যাত্রা। “ময়না” দিয়ে আমরা নতুন এক যাত্রা শুরু করলাম। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস। আশা করি, এই যাত্রা সবাই আমাদের সঙ্গে থাকবেন।’