একই দিনে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’
জীবন অথবা নিজেকে ফিরে দেখার প্রবণতা মানুষের চিরন্তন। কেমন হতো যদি ফেলে আসা মুহূর্তগুলো দেখা যেত ভিন্ন দৃষ্টিতে। এই অপূরণীয় আকাঙ্ক্ষার পূর্ণতা শুধু গল্প-সিনেমায় সম্ভব। ‘উৎসব’ সিনেমাতে তা-ই হয়েছে! রুপালি পর্দায় সিনেমাটি দেখতে দেখতে কাহিনির নানা উপাদানের মাধ্যমে দর্শকরা যেন চলে গেছেন নিজেদের ফেলে আসা সময়ে। পর্দার গল্পের সঙ্গে না মিললেও দর্শকরা নিজের অজান্তেই চলে গেছেন নিজের সঙ্গে ঘটা নানা ঘটনায়। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে এমন অনুভূতির কথাই জানিয়েছেন দর্শকরা।
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ দীর্ঘদিন (৭ সপ্তাহ) ধরেই চলছে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে-কানাচে, এমনকি প্রবাসীদের কাছেও। দর্শকরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিকমাধ্যমে। সেই অপেক্ষার অবসান হচ্ছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে উৎসব।
চরকি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, আগামী ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট) থেকে সিনেমাটি চরকিতে দেখতে পারবেন দেশ-বিদেশের দর্শকরা। এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। একই সময়ে চরকিতে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’।
‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ স্লোগানের ‘উৎসব’ সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সববয়সী দর্শকদের। এবার নির্মাতার প্রত্যাশা, চরকিতে সিনেমাটি মুক্তির মাধ্যমে প্রতিটি ঘরেই উৎসব শুরু হবে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নির্মাতা তানিম নূর বলেন, ‘পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোটবেলায়। উৎসব সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। সফল হয়েছি কিনা সেটা দর্শকরা বলবেন। কিন্তু দর্শকদের কিছু প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে এবং দিয়েছে আরও কিছু করার অনুপ্রেরণা।’
চরকিতে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে তানিম নূর বলেন, ‘ওটিটি রিলিজ এখন সিনেমার নতুন একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল। এই মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সিনেমা দেখেন। বাংলা ভাষাভাষীদের কাছে চরকি কনটেন্ট দেখার বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে উৎসব মুক্তি পাওয়াটা আনন্দের। দেশে যেসব অঞ্চলে সিনেমা হল নেই তারা এবং বিদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন। আমি প্রত্যাশা করি ছোটবেলায় যেভাবে পরিবারের সঙ্গে ঘরে বসে নাটক-সিনেমা দেখতাম, সেভাবেই নিজ নিজ ঘরে বসে দর্শকরা উৎসব সিনেমাটি দেখবেন চরকিতে।’
সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অন্যদিকে, গত ২৭ জুলাই চরকিতে মুক্তির ঘোষণা আসে ‘তাণ্ডব’ সিনেমার। ঘোষণার পর থেকেই দর্শকরা অপেক্ষা করছেন সিনেমাটি দেখার। মন্তব্যের ঘরে দর্শকরা জানিয়েছেন তাদের উন্মাদনার কথা। অনেকে জানিয়েছেন, তারা সিনেমাটি এখনও দেখেননি, অপেক্ষায় আছেন। অনেকে আবার বলছেন, প্রেক্ষাগৃহে দেখেছেন কিন্তু সিনেমাটি চরকিতে আবার দেখবেন। সবাই শাকিব খান ও তান্ডব সিনেমার প্রশংসা করেছেন।
‘তাণ্ডব’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ডা. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফএস নাঈম, শিবা শানুসহ অনেকে।
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় রয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নির্মাণে সহযোগিতা করেছে দীপ্ত।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’