ঢাকা-খুলনা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
ঢাকা-খুলনা মহাসড়কের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ১ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করেছে রাজবাড়ী জেলা সড়ক ও জনপথ বিভাগ।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর সংলগ্ন মহাসড়কে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেজ সুলতানা আক্তার।
এ সময় রাজবাড়ী সওজের নির্বাহী প্রকৌশলী মো. রাজস খান, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী তুষার আহমেদসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, নাহিদ আহমেদসহ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সওজের নির্বাহী প্রকৌশলী মো. রাজস খান বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ১ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’