মিরসরাইয়ে বিএনপি-যুবদলের পাঁচ নেতা বহিষ্কার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ০৯:১৭
শেয়ার :
মিরসরাইয়ে বিএনপি-যুবদলের পাঁচ নেতা বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি-যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। 

গতকাল মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

এদিন রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম।

বহিষ্কৃত নেতারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন ও জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করায় বিএনপির ৫ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জানান, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং মিরসরাইয়ের নুরুল আমিন চেয়ারম্যানসহ যুবদল ও বিএনপির ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে রাত ১০টায় নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা বহিষ্কার সিদ্ধান্তের বিরুদ্ধে বড়তাকিয়া,ও মিরসরাই মহাসড়কে মিছিল করেছেন।

নুরুল আমিন চেয়ারম্যান জানতে চাইলে বলেন, ‘আমি দলের দুঃসময়ের মাঠের কর্মী। আমি দলের ক্ষতি হবে এ রকম কোনো কিছুই করিনি। দলের সিদ্ধান্ত সম্পর্কে আমার বলার কিছু নেই।’