বিপদসীমা ছুঁয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি, বন্যা আতংক
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ বেড়ে গেছে তিস্তা নদীর পানি। এতে নদীর তীরবর্তী এলাকায় ছড়িয়েছে বন্যা আতঙ্ক। আজ মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা ছুঁয়ে ৫২.১৫ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারাজ পয়েন্টের পানি পরিমাপক নুরুল ইসলাম।
স্থানীয়রা জানান, দুপুরের পর থেকেই পানি বাড়তে থাকে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র স্রোত ও উচ্চতা লক্ষ্য করা যায় নদীতে।
জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের তিস্তাপাড়ের বাসিন্দা শাকিল জানান, আজ দুপুর থেকে হঠাৎ পানি বাড়তে শুরু করে। বিকেলের পর স্রোতের গতি বাড়ে। আমাদের এলাকায় কিছু নিচু জমির বীজতলা এরইমধ্যে ডুবে গেছে। পানি বাড়লে লোকজন ভোগান্তিতে পড়বে ।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, “তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় পানি স্তর স্থিতিশীল থাকতে পারে এবং ২৪ ঘণ্টা পর পানি কমতে পারে।