সড়কে প্রাণ হারালেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা সজিব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে আলোচনায় আসা বরগুনার বামনার যুবক সজিব সিকদার (২৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল সোমবার বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার চান্দেরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। আজ মঙ্গলবার সকাল ১০টায় বামনায় নিজগ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সজিব বামনা উপজেলার পূর্বশফিপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় ক্রিকেট খেলোয়াড় ও সাহসী ছাত্র আন্দোলনকর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সজিব সিকদার বাগেরহাটের ফকিরহাটের প্রাণ কোম্পানির একটি প্যাস্ট্রি কারখানায় চাকরি করতেন। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা সহকর্মী মাহমুদুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব মারা যান।
বামনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান নাজির ধলু আমাদের সময়কে বলেন, ‘নিহত সজিব আমার সঙ্গে ছাত্রদল করেছেন। আমি তার এ অকাল মৃত্যুতে মর্মাহত। সজিব বরিশালে জুলাই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন। তিনি দুই পায়ে গুলিবিদ্ধ হয়েও আন্দোলনের একজন সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।’
তার এ মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেছেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, আহ্বায়ক সদস্য ও বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়াসহ আরও অনেকে।