খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় পেছাল

অনলাইন ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৯:৪৫
শেয়ার :
খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় পেছাল

চলতি মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও সেটি হচ্ছে না। এই তালিকা প্রকাশ করা হবে আগামী মাসে।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

অতিরিক্ত সচিব বলেন, ‘আগামী ১০ আগস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। এরপর যাচাই-বাছাই শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।’

এর আগে চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে এখন সেটি আর হচ্ছে না। তিনি জানান, এবার তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হবে।